বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর বিএনপির মানববন্ধনে বক্তারা
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপিকে ধ্বংস করতে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। এ কারণে বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের আটক করে কারাগারে বন্দি রাখা হচ্ছে। তাদের জামিন পর্যন্ত দেয়া হচ্ছে না। প্রায় সাড়ে ৪ হাজার বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াসহ আমাদের নেতাকর্মীদের আটক রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, রবিউল ইসলাম লিটন, গোলাম মোস্তাফা বিমান, জেলা জাসাসের সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা যুবদল নেতা ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য মাসুদুল হক মাসুদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা। মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাজাহান মুকুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইবাদত হোসেন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, শেখ সাঈদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক (গাংনী) জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আবু সুফিয়ান হাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনছারুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সদর) রোমানা আহমেদ রুমা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।
এদিকে ‘বেগম খালেদা জিয়ার মুক্তি চাই- নিরপেক্ষ নির্বাচন চাই’ এই স্লোগানে মেহেরপুরে মানববন্ধন করেছে বিএনপির অপর অংশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ৯টায় শহরের পৌর ঈদগাহপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সহসাংগঠনিক সম্পাদক কাজি মিজান মেনন, বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন প্রমুখ।