দামুড়হুদার আরামডাঙ্গায় গভীররাতে মোটরসাইকেল চুরি

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গায় গভীররাতে ঘরের দরজার তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত সোমবার গভীর রাতে মৃত বাবলু ম-লের ছেলে কসমেটিকস ব্যবসায়ী ফরহাদের বাড়ির দরজার তালা ভেঙে তার ব্যবহৃত কালো রংয়ের পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোরেরা। গাড়ির রেজিঃ নং- চুয়াডাঙ্গা-ল-১১১৭৫৯। এ বিষয়ে ফরহাদ জানান, আমার বাড়ির ৩টা দরজার তালা ভেঙে মোটরসাইকলেটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। মোটরসাইকলেটি চুরির সময় বাইরে থেকে আমার ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় তারা। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় গতকাল মঙ্গলবার একটি জিডি করা হয়েছে।