মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে বাবুল হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে নিহতের মামা আব্দুল খালেক (৪৫)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর শহরের ক্যাম্পপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাবুল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু গ্রামের আলিনুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন জানান, ওজোপাডিকোর বিদ্যুত শক্তিশালী প্রকল্প-২ এর আওতায় বিদ্যুত সঞ্চালন লাইনের কাজ করছিলেন শ্রমিকরা। বাবুল হোসেন পোলের মাথায় উঠে বৈদ্যুতিক তার সংযোগের কাজ করছিলেন। এ সময় পোলটি হেলে পড়লে বাবুল হোসেন পাশের বৈদ্যুতিক লাইনের ওপর ছিটকে পড়েন। বিদ্যুতায়ীত হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং নিচে থাকা তার মামা আব্দুল খালেক আহত হন।