আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী নান্দবার নিউ মার্কটের সামনে ইজিবাইক ও লাটাহাম্বারের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ আহত হয়েছে ১০জন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গার আসমানখালী বাজার থেকে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা ইজিবাইক এবং বড়গাংনী থেকে মাটিবাহী লাটাহাম্বার নান্দবার নিউ মার্কেটে পৌঁছুলে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ইজিবাইকের ড্রাইভারসহ আহত হয় ৮জন। এসময় ২জন পথচারী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ইজিবাইক চালক আসমানখালী শালিকা গ্রামের রাবিয়া খাতুনের ছেলে কালু মিয়া, যাত্রী মোচাইনগর গ্রামের মৃত তাহাজ উদ্দীনের ছেলে আলহাজ উদ্দীন ও তার স্ত্রী সখিনা বানু, চাঁন্দমারি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে হামিদুল ইসলাম ও তার পুত্র আব্দুল হাকিম, জালশুকা গ্রামের ছলিম উদ্দীনের কন্যা রুমানা খাতুন, মোচাইনগর গ্রামের ছাপিয়া খাতুন, একই গ্রামের আহরোণ বেগম এবং পথচারী ভাংবাড়িয়া গ্রামের কাসেম আলী, আসমানখালী বাজারের শওকত আলী।