স্টাফ রিপোর্টার: গাঁজাসেবনের অভিযোগে চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিমপাড়ার দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজ এলাকার এক আম বাগানে গাঁজাসেবনের সময় তাদেরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পৌর এলাকার মুসলিমপাড়ার সুজনের ছেলে ইমন ও একই গ্রামের আরশাদ আলীর ছেলে আকরামুল। গ্রেফতকৃতদের আজ আদালতে সোপার্দ করা হতে পারে।