আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা, গণসংযোগ ও সমাবেশ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের যুবলীগ নেতা মির্জা লিটনের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পল্লী চিকিৎসক খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল মল্লিক বলেন, বিএনপি ও জামায়াত জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ও বিদেশি চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি অশুভ শক্তিকে রুখে দিতে স্বাধীনতার পক্ষের সকল প্রগতিশীল রাজনৈতিক নেতা, কর্মী ও সমর্থকসহ আপামর জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অশুভ শক্তিকে মোকাবেলা করে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ব্যাপক ভোটে বিজয়ী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান। তিনি স্থানীয় সংসদের বিরুদ্ধে বিস্তার অভিযোগ তুলে ধরে ত্যাগী, নিপীড়িত ও বঞ্চিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এখন তার একনায়কতন্ত্রের জবাব দেয়ার সময় হয়েছে। আমি আপনাদের পাশে আছি, আপনারা ঐক্যবদ্ধভাবে সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকুন। সমাবেশ শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় হাটবাজারে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী মানুষের সাথে কুশলাদি বিনিময়সহ পথসভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাগদাদ হোসেন, সিমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, বীর মক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, মির্জা হাকিবুর রহমান লিটন, লক্ষন সরকার, মির্জা হাচিবুর রহমান পান্নু, মীর মাসুদউল খালেক বুলু, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, কাজি সামসুর রহমান চঞ্চল, যুবলীগ নেতা মঈনুল ইসলাম, ইঞ্জি. বাবু দেওয়ান, আব্দুল মজিদ ও সোহেল ফারুক প্রমুখ।