আলমডাঙ্গায় ১০টাকা কেজি চাল বিতরণ উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মার্চ-এপ্রিল প্রান্তিকে কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে সরকারের ১০টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি হিসেবে চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুমারী ইউপির ৫,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ১৫২ জনের মাঝে চাউল বিতরণ কাজের উদ্ধোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলাম, খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, চালের ডিলার সৈয়দ সাজেদুল হক মনিসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়নে ২৩ জন ডিলারের মাধ্যমে ৫ হাজার ২শ ৪৫ জন ভোক্তাকে কেজি প্রতি ১০ টাকা করে প্রত্যেককে ৩০ কেজি করে কার্ডধারীকে এ চাল বিক্রি করা হবে।
আলমডাঙ্গার হারদী ইউনিয়নে বয়স্ক : বিধবা-অস্বচ্ছল প্রতিবন্ধীসহ ভাতা বহি পেলেন ৯৪ জন ভাতাভোগী
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৯৪ জন ভাতাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে ভাতার বহি তুলে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ৫৭ জন বয়স্ক, ২৫ জন বিধবা, ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীসহ ৯৪ জন ভাতাভোগীর হাতে ভাতার বহি তুলে হয়। হারদী ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভূমি সহকারী কমিশনার সীমা শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব। হারদী ইউপি সচিব আলমগীর হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য পারভীনা খাতুন, মহিলা খাতুন, শারমিন আক্তার, শেখ শাহনুর হাসান, আবু বকর সিদ্দীক, মুন্তাজ আলী, সিদ্দিকুর রহমান, মুনছুর আলী, আজিজুর রহমান হিরোক, খাইরুল আলম হররোজ ও ফরিদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি গ্রামপুলিশগণ, ইউডিসি উদ্যোক্তা মাহফুজুর রহমান, মেরিনা খাতুন ও গ্রাম আদালত সহকারী সাগরী খাতুনসহ প্রমুখ।