দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দলকা-লক্ষ্মীপুর থেকে হোগলডাঙ্গা অভিমুখে ১ কি.মি রাস্তা হেরিংবন্ডকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এমপি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ওই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, সাইফুর রহমান মালিক, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, ওয়ার্ড সভাপতি আসাদুজ্জাান জোয়ার্দ্দার, ইউপি সদস্য তরিকুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার প্রমুখ। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন লক্ষ্মীপুর উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু বকর।