মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় পাট দিবস পালিত : চুয়াডাঙ্গার আয়োজনে এমপি টগর
মাথাভাঙ্গা ডেস্ক: ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার আয়োজনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথি টগর এমপি সোনালি আঁশ হিসেবে পাটের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাধীনতার পর দেশের পাটকলগুলোকে জাতীয়করণের আওতায় এনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই বিদেশে পাটের রপ্তানি বৃদ্ধি পায়। কৃষকের কথা ভেবে পাটের দাম বৃদ্ধি করা হয়। পাট দ্বারা তৈরি বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করে দেশে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। চুয়াডাঙ্গায় ভৈরব নদ খননের মাধ্যমে সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
চুয়াডাঙ্গায় সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আহসান হাবিব, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন মুখ্য পাট পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফুল কবীর, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা হাজি শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন সাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা শেখ মইনুদ্দিন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান ও প্রশান্ত অধিকারী।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরের বটতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আফাজ উদ্দিন প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফী মোহা. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, সহকারী প্রোগ্রামার আব্দুল কাদির, আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ। সভায় বক্তারা পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে পাটের তৈরি সামগ্রী ব্যবহারে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ জহিরুল ইসলাম।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে র্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। পাট অধিদফতর ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদার, জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তি প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, পরিবেশ বান্ধব ফসল হিসেবে পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি পাটপণ্য ব্যবহার বৃদ্ধির লক্ষে দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার নিমিত্তে জাতীয় পাট দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনাসভা করেছে মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসন। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন ও পাট অধিদফতর মুজিবনগর। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে র্যালিটি উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহ. মোফাক্খারুল ইসলাম, শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার বিপ্লব কুমার কু-ু, মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় পাট দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ জিএম আব্দুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতীয় পাট দিবস উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বক চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। পাট দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি। আরও উপস্থিত ছিলেন পাট পরিদর্শক আনারুল হক। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পাট চাষি সাইফুল ইসলাম এবং মো. লিটন। শ্রেষ্ঠ পাট বীজ উৎপাদনকারী আজগর আলী ও শফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।