গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের আলোচিত ইয়াবা ব্যবসায়ী নয়ন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিন্দুরকৌটা গ্রামের চার রাস্তার মোড় থেকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প এসআই তাকে গ্রেফতার করে। নয়ন হোসেন সিন্দুরকৌটা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান বলেন, নয়ন এলাকার আলোচিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পুলিশের কাছে ইয়াবা ব্যবসার বিষয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের চার রাস্তার মোড়ে ইয়াবা বিক্রির জন্য সে অপেক্ষা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নয়নের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আজ বুধবার আদালতে সোপর্দ করা হতে পারে।