জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নজরুল মল্লিকের পথসভা ও গণসংযোগ

দামুড়হুদা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়, পথসভাসহ গণসংযোগ অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। তিনি গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার হাসাদহ, বৈদ্যনাথপুর, রায়পুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা মার্কায় ভোট চান। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা জাকির হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, অ্যাড. আকিমুল ইসলাম, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান মাস্টার, আ.লীগ নেতা আব্দুর রহমান মেম্বার, আব্দুল খালেক মাস্টার, নাসির উদ্দীন, মির্জা লিটন, বাঁকা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শাহিনুর মাস্টার, আতিয়ার রহমান, আশাদুল হক, মতিয়ার রহমান, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, হযরত আলী, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সিরাজ, উপজেলা প্রজন্মলীগ সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

Leave a comment