জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুর ও ঝিনাইদহে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতাত্তোর কাল থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ধারাবাহিকভাবে দেশবরেণ্য মুক্ত চিন্তার মানুষের ওপর কাপুরুষোচিত নৃশংস ও বর্বর হত্যাযজ্ঞের হলি খেলছে। সে কারণে অবিলম্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের এই চক্রকে শনাক্ত করে তার মূলোৎপাটন করার মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল জঙ্গি সন্ত্রাসীদের দমন এখন সময়ের দাবি।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, ড. ইনাম হোসেন, আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক ফুয়াদ খান, কাবিল উদ্দিন, খেজমত আলী মালিথা, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শোভন সরকার প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনপ্রিয় লেখক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালন করেছে ঝিনাইদহের বিভিন্ন পেশাজীবী সংগঠন। সোমবার দুপুরে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটি, পরিবেশ আন্দোলন ও ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যলয় সাহিত্য সংঘ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাবেক সভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাংবাদিক সাইফুল মাবুদ, পরিবেশ আন্দোলনের নেতা খোন্দকার হাফিজ ফারুক, ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, ঝিনাইদহ শ্রমিকলীগের কাজী একরামুল হক লিকু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান তারিক, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, এমএ সালামসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক এম রায়হান। ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবুল অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রতিবাদ সভায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানানো হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর বর্বরোচিত হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া থানা মোড়স্থ বকচত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈাতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আলী নওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও কাজী আরেফ আহমেদ স্মৃতি সংসদের সভাপতি শাহাবুব আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আসাদুর রহমান, খন্দকার শামসুল আলম দুদু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার, উদীচী কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক গোপা সরকার, মুক্তিযোদ্ধা সন্তান মীর জাহিদ, কনক চৌধুরী, অধ্যাপক নাসির উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা রাশিব রহমান, জেলা যুবমৈত্রীর সহ-সভাপতি রাশেদ খান মেনন, ফেয়ার পরিচালক আকতারুজ্জান, সাংস্কৃতিক কর্মী সৈয়দা হাবীবা, ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ কুষ্টিয়ার সভাপতি রুশদী, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শরীফ বিশ^াস, মানবাধিকার কর্মী ও সাংবাদিক হাসান আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম।

Leave a comment