মেহেরপুর অফিস: মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘স্রোত’র ১৭৯তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত ‘¯্রােত’র ১৭৯তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রবীণ শিক্ষক ননি গোপাল ভট্টাচার্য ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন। পত্রিকার মোড়ক উন্মোচনের পরে বাংলা ভাষা ও সাহিত্য এবং সাহিত্য পত্রিকা প্রকাশিত লেখা নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি অ্যাড. আনেয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক ননি গোপাল ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন ভারতের শান্তি নিকেতন থেকে আগত আশিষ মজুমদার, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নুরুল আহমেদ ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সহসভাপতি মো. শাহজাহান। আলোচনাসভায় ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক সুশীল চক্রবর্তী, ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাজু, সাহিত্য সম্পাদক মীনা পারভীন প্রমুখ। অনুষ্ঠনে স্বরচিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন কবি ম. গোলাম মোস্তফা, মেহের আমজাদ, মীর রওশন আলী মনা, আবুল হাসেম, জি এফ মামুন লাকী, শহিদুল ইসলাম কানন, রফিকুল ইসলাম প্রমুখ।