স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে জমিজায়গা সংক্রান্তের জের ধরে ইউসুফ নামে বৃদ্ধকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে বাড়ির নিকটেই একটি মাঠে প্রতিপক্ষরা মেরে তাকে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত মকছেদ ম-লের ছেলে রবিউলের জমি লিজ নিয়ে মৃত মোজাম্মেল হকের ছেলে বেদন ফসলও চাষ করে। ফসল তোলার জন্য বেদন মৃত কাটু মল্লিকের ছেলে ইউসুফকে দিনমুজুর হিসেবে নেয়। গতকাল রোববার সকাল ৯টার দিকে ইউসুফ ফসল তুলতে যায়। এসময় একই গ্রামের নাসির এসে নিজ জমি বলে দাবি করে ইউসুফকে মারপিট করে। এতে ইউসুফ আহত হলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।