বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আকন্দবাড়িয়া গ্রামের তমালতলার আব্দুলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুলের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ৮টার দিকে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের তমালতলা নামক স্থানে। এসময় পুলিশ গ্রামের ভিকু ম-লের ছেলে আব্দুলকে ৫ বোতল ফেনসিডিলসহ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুলের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।