পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউপি মেম্বার মজিবুল শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের ছেলে ইমরান হোসেন তাকে লাঞ্ছিত করেন। পাঁচমাইল বাজারের একটি চা’র দোকানে তাকে লাঞ্ছিত করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের ছেলে ইমরান হোসেন গতকাল রোববার দুপুরের দিকে পাঁচমাইল বাজারে একটি চা’র দোকান থেকে ইউপি সদস্য মুজিবুল হককে মারধর করেন। এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের মেম্বার মজিবুল হক বলেন আমি দুপুরে পাঁচমাইল বাজারের শহিদুল ইসলামের চা’র দোকানে বসে চা পান করছিলাম। এ সময় আচমকা এসে ইমরান আমাকে বলেন বড় লিডার হয়ে গেছো? এই বলে আমাকে মেরে লাঞ্ছিত করে। তিনি আরও অভিযোগ করে বলেন ইমরানের পিতা চেয়ারম্যান। দুর্নীতির দায়ে তিনি বরখাস্ত হয়েছেন। সেই সাথে ইউনিয়নে অন্যান্য ইউপি মেম্বারও দোষী হন। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। যতটুকু পেরেছি সঠিকভাবে কাজ করেছি। তাই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ইমরান আমাকে মেরে লাঞ্ছিত করেন। এ বিষয়ে আমি সদর থানায় ইমরানের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছি। এ বিষয়ে ইমরান হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলফোনটি বন্ধ পাওয়ায় কথা বলা হয় ইমরানের পিতা চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সাথে। তিনি বলেন আমিতো ঢাকায় আছি। মেম্বার মজিবুল আমার নামে বিভিন্নভাবে কটূক্তি করায় হয়তো আমার ছেলে ইমরান ক্ষিপ্ত হয়ে চড় থাপ্পড় মেরে থাকতে পারে।