মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু বক্কর বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মৃত্যুর আগে মেহেরপুর শহরের প্রধান সড়ক সংলগ্ন হোটেল বাজারস্থ বাড়িতে বসবাস করতেন।
তার পারিবারিকসূত্রে জানা গেছে, তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। প্রায় দু’মাস আগে তিনি ভারতের কোলকাতার ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে যান। গতকাল রোববার রাত ৮টার দিকে তিনি সেখানে মারা যান। তার লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। লাশ দেশে ফিরলে লাশের নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানের স্থান ও সময় সূচি জানিয়ে দেয়া হবে।