মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর আবদুল মান্নান গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন। এ সময় তিনি শেখ হাসিনার নৌকার পক্ষে গণসংযোগ করেন এবং আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনে সহযোগিতা করার আহ্বান জানান। এদিন তিনি আমঝুপি ইউনিয়নের গোপালপুর, নিশচিন্তপুর ও বসন্তপুর এবং কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া, মনোহরপুর ও উজুলপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, ৭নং ওয়ার্ড সভাপতি মোহন আলী বিশ্বাস, সাবেক সভাপতি সিদ্দিক মোল্লা, ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আহসান হাবিব হেনা, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি আমজাদ আলী, ৬নং ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম ঘেন্টু, সাবেক ইউপি সদস্য শুকুর চান আলী, কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন আলী, গোপালপুর যুবলীগ নেতা আব্দুল মান্নান প্রমুখ। আরও ছিলেন সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস, জেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যগ্মসম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনহাজুল, আনারুল, সুজন প্রমুখ।