স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমার নদ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ইবি থানা এলাকার দেড়ীপাড়া গ্রামের মৃত ভাদু শেখের ছেলে শাহাদত শেখে। গত শনিবার বিকেলে ভাসমান অবস্থায় সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পাশের কুমার নদ থেকে অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে শাহাদত শেখের আত্মীয়স্বজনরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানায়, শাহাদত শেখ (৬৫) পেশায় মুদি দোকানি এবং দেড়ীপাড়া বাজারের নৈশপ্রহরী। তার মত্যুর রহস্য এখন পর্যন্ত জানা যায়নি। ময়নাতদন্ত শেষে গতকাল রোববার বিকেলে তার দাফন সম্পন্ন করা হয়।