মাথাভাঙ্গা মনিটর: ঘরের মাঠেই হতাশ করেছেন তামিম-রিয়াদরা। বিদেশ সফরে তারা কতোটা সফল হবেন তা সময়ই বলে দেবে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজটা টাইগারদের জন্য বড় ব্যালেঞ্জ। লঙ্কান বিমানে ওঠার আগে সেটা অকপটে স্বীকার করেছেন রুবেল, তাসকিন, সোহানরা। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে গতকাল রোববার ঢাকা ত্যাগের আগে বিমান বন্দরে জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন বলেন, দেশের মাটিতে আমরা শেষ সিরিজটা ভালো করতে পারিনি। তো এই সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আশা করছি ভালো কিছুই করতে পারবো।
রুবেলের মতো একই সুরে কথা বলেছেন তাসকিন আহমেদ। দেশের গতিময় এই পেসার বলেন, সিরিজটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে আমার বিশ্বাস সামর্থ্য অনুসারে খেলতে পারলে ভালো করবো এবং ঘুরে দাঁড়াবো। আমাদের সবার মধ্যেই ফাইনাল খেলার আশা রয়েছে।
এক বছর পর জাতীয় দলে ফিরছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। লঙ্কান সফরে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটার বলেন, আমাদের প্রধান লক্ষ্য ভালো খেলা। এটা করতে পারলে আমরা ফাইনালে খেলতে পারবো।