স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ছয়ঘরিয়ায় ব্লক-বাটির প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সৌরভ বন্ধন ট্রাষ্ট্রি বোর্ডের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাষ্ট্রি বোর্ডের উদ্যোক্তা রোজী পারভীন। ছয়ঘরিয়াই সৌরভ বন্ধন ট্রাষ্ট্রি বোর্ডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়নের উপ পরিচালক মাসুম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কো-অর্ডিনেটর আসাদুজ্জামান, স্কুল শিক্ষক আজিম উদ্দীন মৃধা ও আকুব্বার মাস্টার। সার্বিক তত্ত্বাবধানে আছেন জাহানারা বেগম। প্রশিক্ষক হিসেবে আছেন যুব উন্নয়নের প্রশিক্ষক জান্নাতুল নূর, অর্চনা মালাকার ও নাসিমা খাতুন। এ সময় সৌরভ বন্ধন ট্রাষ্ট্রি বোর্ডের পক্ষে থেকে জানানো হয় নারীদের স্বাবলম্বী করতে যুব উন্নয়নের সহযোগিতায় বিনামূল্যে নারীদের মাঝে ১৫ দিনের ব্লক-বাটির প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এটা চলমান থাকবে প্রতিবারের ৩০জনকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হবে।