স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার খেজুরা গ্রাম থেকে মহিদুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসময় ৯ভাড় তাড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের খেজুরার আচু ম-লের ছেলে মহিদুল হক। সে গ্রামেরই কাতলাকড়ি বিলের মাঠে বেশ কয়েকদিন ধরে মারণনেশা ইয়াবা, গাঁজা ও তাড়ির রমরমা আসর বসাচ্ছে। এমন খবরের ভিত্তিতে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মহিদুলকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এসময় ৯ ভাড় তাড়ি উদ্ধার করা হয়।