স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় কাদিপুর গ্রামে পাওয়ারট্রিলারের ধাক্কায় একই পরিবারের দু’শিশুসহ ৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দু’শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আর একজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে। আহতদের স্বজনরা জানান, চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় স্কুলপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে ৫ বছরের শিশুসন্তান জিহাদ। সে শহরের দৌলতদিয়াড় ফজলুল উলুম ক্যাডেট স্কীম মাদরাসার ছাত্র। জিহাদ দু’দিন আগে তার নানার বাড়ি কাদিপুরে বেড়াতে যায়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে তার মামাতো ভাই দু’বছরের শিশু মুস্তাফিজুরের সাথে বাড়ির উঠোনে খেলছিলো। পাশেই দাঁড়িয়েছিলো তার নানী রিজিয়া খাতুন। এসময় দামুড়হুদা সুবুলপুর-লোকনাথপুর সড়কে যাওয়া একটি দ্রুতগতির পাওয়ারট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাড়ির উঠোনে চলে যায়। এসময় জিহাদ ও হাসেমের ছেলে মুস্তাফিজুরকে পিষ্ট করে। একই সাথে পাশে দাঁড়িয়ে থাকা রিজিয়া খাতুনকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে। পরিবারের অন্যান্য সদস্যরা আতঙ্কে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে জিহাদ ও মুস্তাফিজুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারী কনসালটেন্ট ডা. তারিক হাসান শাহীন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রিজিয়া খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে।