আলমডাঙ্গা ব্যুরো: জেলা লোকমোর্চার উদ্যোগে বার্ষিক বনভোজন ও আলোচনাসভা আলমডাঙ্গার ভাংবাড়িয়া কুটুম্বাড়ী পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলোচনাসভায় আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন মিসেস রুবিনা অমল, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমঙ্গীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দ. শাহ আলম মন্টু, দামুড়হুদা লোকমোর্চার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা লোকমোর্চা কমিটির নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, জেলা লোকমোর্চার সহসভাপতি রাশেদুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমোর্চার নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন। বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য আক্কাস আলী, জেহালা লোকমোর্চার সভাপতি দেবেন্দ্রনাথ দোবে বাবু লাল, কিশোর কুমার কু-ু, অ্যাড. হানিফ উদ্দিন, মিল্টু জোয়ার্দ্দার, সিরাজুল ইসলাম সিরাজ, এমদাদুল হক, ওয়াজেদ আলী, রুনু খন্দকার, গোলাম সরোয়ার প্রমুখ। বার্ষিক বনভোজনে জেলা ও উপজেলা লোকমোর্চার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রীতিভোজ, লাকি কুপন ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্যদিয়ে লোকমোর্চার সামগ্রিক অনুষ্ঠানমালা শেষ হয়।