আলমডাঙ্গার হাকিমপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান
আলমডাঙ্গা ব্যুরো: ডাকাতির প্রস্তুতিকালে ৪টি বোমাসহ ৩ ডাকাতকে আটক করেছে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মফিজ মাস্টারের বাঁশবাগান থেকে পুলিশ তাদেরকে আটক করে।
জানা গেছে, গতকাল শনিবার ছিলো চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ পশুহাট। চুয়াডাঙ্গা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা হাকিমপুর সড়কে হাট ফেরত গরুব্যবসায়িদের অস্ত্র ও বোমার মুখে জিম্মি করে টাকা লুট করে নেয়া হবে। এ জন্য এলাকায় সক্রিয় ডাকাতচক্র গতকাল শনিবার সন্ধ্যার পর হাকিমপুরের মফিজ মাস্টারের বাঁশবাগানে মিলিত হবে। ডিবি পুলিশ প্রাপ্ত এ সংবাদ বিশ্বস্তসূত্রে নিশ্চিত হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় এক অভিযান চালায়। এসআই আশরাফুল ও এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অতর্কিতে অভিযান চালায়। সে সময় কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয় ৩জনকে। এরা হলেন ভোলা জেলার তমুদ্দীন উপজেলা শহরের ৫নং ওয়ার্ডের নিরব কলোনির ইদ্রীস আলীর ছেলে মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ- জলিবিলার দাউদ আলীর ছেলে একরামুল হক ও কাবিলনগরের জামির আলীর ছেলে ইমাদুল। গ্রেফতারের পর তাদের নিকট থাকা একটি বাজার করা প্লাস্টিক ব্যাগে ৪টি লাল টেপ মোড়ানো বোমা।