বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা বিএনপির একাধিক অংশ পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। এছাড়াও মেহেরপুর ও ঝিনাইদহে অভিন্ন কর্মসূচি পালনের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
চুয়াডাঙ্গা বিএনপির পক্ষে লিফলেট বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আরিফুজ্জামান পিন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, বিএনপি নেতা প্রভাষক আতিয়ার রহমান, রুবেল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, ভূয়া ও জাল নথির মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়ক, ফেরিঘাট রোড, সমবায় নিউ মার্কেট, আলী হোসেন সুপার মার্কেট, পুরাতন বড়বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অপরদিকে, পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের একাংশের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন জানিয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কোর্টমোড়সহ কেদারগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাসুদ মিল্টন, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. মানি খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, শাজাহান খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, ছাত্রদল নেতা মাসদুুল হক মাসুদ, খন্দকার আরিফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান হক উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন, কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ হাসান, সদর উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, ‘প্রতিহিংসার বিচারে বন্দি; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশবাসীর প্রতি আবেদন শীর্ষক লিফলেট বিতরণ করেছে মেহেরপুর গাংনী উপজেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে গাংনী উপজেলা শহরে লিফলেট বিতরণ করা হয়। বিকেলে গাংনী উপজেলা বিএনপি কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। আসাদুজ্জামান বাবলু ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি আক্তারুজ্জামান ও রাইপুর ইউপি বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।