আলমডাঙ্গার আসাননগরের লিটন আলী গ্রেফতার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আসাননগরের লিটন আলীকে পুলিশ গ্রেফতার করেছে। স্ত্রীকে হত্যার উদ্দেশে জোর করে ঘুমের ওষুধ সেবন করিয়ে ও গলায় দড়ি বেঁধে হত্যার অপচেষ্টার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, আলমডাঙ্গার আসাননগরের আব্দুল মালেকের ছেলে লিটন আলী প্রায় ৫-৬ বছর পূর্বে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বানিয়াপাড়ার জামানত মোল্লার মেয়ে সোনিয়া খাতুনকে বিয়ে করে। বিয়ের কয়েক বছর পর থেকেই সে স্ত্রীর উপর নানাভাবে অত্যাচার করে আসছিলো। গত ৬-৭ দিন পূর্বে লিটন তার স্ত্রী সোনিয়াকে জোর করে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। পরে তার গলায় দড়ি বেঁধে ঘরের আড়াই ঝুলিয়ে হত্যার অপচেষ্টা চালায়। সে সময় সোনিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে সোনিয়াকে উদ্ধার করে। আত্মীয়-স্বজনের সহযোগিতায় স্ত্রী সোনিয়া খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ্য হয়ে তিনি কুমারখালী থানার অফিসার ইনচার্জকে সব ঘটনা খুলে বলেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ ঘটনা অবগত হওয়ার অপর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের নিকট পাঠান। গতপরশু সোনিয়া খাতুন আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়। পরে তিনি স্বামী ও শ্বাশুড়িকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন। তার এজাহারের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।