দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে মেলামঞ্চে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) জসিম উদদীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসার মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসার নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির আঈন উদ্দীন, হামিদুল ইসলাম ও আবু শাহিনুল্লাহ।
এদিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইরুল কবির দিনার, দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার, সদস্য শরীফ উদ্দীন, আব্দুল আলিম, এসএম সুজন, মোমিনুল ইসলাম মনির প্রমুখ।