দামুড়হুদা সদর ও কার্পাসডাঙ্গায় গণসংযোগকালে নজরুল মলিক
দামুড়হুদা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়সহ গণসংযোগ অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। তিনি গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় মতবিনিময়সভায় মিলিত হন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নিজের জন্য রাজনীতিতে আসিনি। দলীয় ত্যাগী এবং বঞ্চিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। আমি কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করবো।
এছাড়া তিনি সন্ধ্যায় কার্পাসডাঙ্গায় গণসংযোগ করেন। গণসংযোগকালিন তিনি এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা মার্কায় ভোট চান। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদেশ এখন একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সামনেই জাতীয় নির্বাচন। তিনি সকলকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আবু তালেব, আ.লীগ নেতা আফজালুর রহমান বুলু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মীর, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আ.লীগ নেতা আব্দুর রহমান মেম্বার, জাকির হোসেন, মিজানুর রহমান, আমির হোসেন, রাজা মিয়া, আশরাফ উদ্দিন, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মাস্টার, জীবননগর উপজেলা প্রজন্মলীগের সভাপতি আমিনুল ইসলাম, নাটুদহ ইউনিয়ন আ.লীগ নেতা ইয়াছনবী তরফদার, আশাদুল হক, হাবিবুর রহমান, ইন্নাল শেখ, ইউসুফ শেখ, কামরুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ নেতা শিক্ষক আলাউদ্দিন, গোলাম রসুল, শহিদুল মালিথা, মজিবর রহমান, আব্দুল হাকিম, বদিউজ্জামান বদর, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, কাজী সামসুর রহমান চঞ্চল, মির্জা লিটন, হযরত আলী, সাজেদুল ইসলাম মিঠু, জাহিদুল মেম্বার, খাজা আহম্মেদ, জামাত আলী, মেহেদি, শাহীন, আলামিন, খোকন, সাইফুল, মিনারুল, উপজেলা প্রজন্মলীগের আহবায়ক হাসান আল বাখার ডলার প্রমুখ।