ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপায় মানসিক যন্ত্রনায় আব্দুল মজিদ (৭০) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দুপুরে পৌর এলাকার মজুন্দারপাড়ায় এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ পাইলট স্কুলের শিক্ষক মাজেদুল ইসলামের পিতা। আব্দুল মজিদ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ডাক্তার, কবিরাজ দ্বারা চিকিৎসা এবং সর্বশেষ পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে চিকিৎসা দেয়া হলেও রোগ না সারাতে মানসিক যন্ত্রনার অস্থিরতায় নিজ বাসায় বিষপান করেন। আব্দুল মজিদ ঘরে থাকা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।