জীবননগর মনোহরপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুরে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূলে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান গতকাল বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পল্লি কর্ম সহায়ক ফউন্ডেশন পিকেএসএফ’র অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন বিনামূল্যে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডা. এমবি আজম, ইউপি সদস্য গোলাম রসুল, মিনারুল, জামিরুল ইসলাম, মহিলা সদস্য জাহিমা ও রাশিদা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের মনোহরপুর ইউনিয়ন সমন্বয়কারী নুরুল মোমেন রইচ। ওয়েভ ফাউন্ডেশনের রবিউল ইসলাম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন ওয়েভের স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা। চক্ষু চিকিৎসক ডা. এমবি আজম এ দিন ১৭০ জন চক্ষু রোগী দেখেন এবং বিনামূলে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন।