দেশি টুকরো

প্রশ্নফাঁসে বিপুলসংখ্যক ব্যক্তির ওপর নজরদারি দুরূহ ব্যাপার

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাঠপর্যায়ে ট্রেজারি-নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ পর্যায়ে প্রায় ২৭ হাজার কর্মকর্তা-শিক্ষক-কর্মচারী নিয়োজিত থাকেন। এ পর্যায়ে যে কোনো একজন ব্যক্তির দ্বারাও প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি থেকে যায়। এ বিপুলসংখ্যক ব্যক্তির ওপর নজরদারি নিশ্চিত করা অত্যন্ত দুরূহ ব্যাপার।

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির কারণে অযোগ্যরা জিপিএ পাচ্ছেন- সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের এমন এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্নপত্র প্রণয়ন-মুদ্রণ ও বিতরণের স্থলে সিসি ক্যামেরা স্থাপন, বিজি প্রেসে প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে জড়িতদের গোয়েন্দা নজরদারিতে রাখা, প্রশ্নপত্র মুদ্রণ ও ট্রাংকজাত করার সময় তদারকি দল গঠন, পরীক্ষার সময়সূচি ও পুনঃনির্ধারণ করে দুটি বিষয়ের পরীক্ষার সময়ে ব্যাপ্তি কমিয়ে পরীক্ষার সময়কাল কমিয়ে আনা ইত্যাদিসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

শাবির ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার : ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীসহ চারজনকে আজীবন বহিষ্কার এবং ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে র‌্যাগিংয়ের পাশাপাশি রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কুমেকের ২৬ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার: কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুপক্ষের আধিপত্য বিস্তার ও সংঘর্ষের ঘটনায় ২৬ জন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম ও ছাত্রাবাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধসহ সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বুধবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

কলেজ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজের দ্বিতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থী আবদুল হান্নান এবং সাবেক সভাপতি ও অষ্টম ব্যাচের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান পলাশ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি কলেজ কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করে। গতকাল বুধবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে ওই তদন্ত প্রতিবেদনের আলোকে ২৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার: ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, দুই মাসের কম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। ৩৮তম বিসিএস পরীক্ষায় ১৬ হাজার ২৮৬ জন পাস করেছেন। লিখিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে। টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিতে হবে।