দামুড়হুদার কুতুবপুর-মুন্সিপুরে নির্বাচনী গণসংযোগকালে এমপি টগর

নৌকা প্রতীককে নির্বাচিত করতে আ.লীগের পতাকাতলে সমবেত হ

 

দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন দল থেকে ফের চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত প্রার্থী এমপি আলী আজগার টগর। নির্বাচনী এলাকার ভোটার ও সমর্থনদের সাথে কূশল বিনিময়, নৌকা প্রতীকে ভোট এবং দোয়া প্রার্থনার লক্ষ্যেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ছুটছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এমপি আলী আজগার টগর নির্বাচনী গণসংযোগ করেছেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর-কুতুবপুরসহ বিভিন্ন গ্রামে। গণসংযোগকালে এমপি আলী আজগার টগর বলেন, দীর্ঘদিনের অবহেলিত এ জনপদে উন্নয়নের ছোঁয়া পড়েছে আ.লীগ তথা মহাজোট সরকারের শাসনামলে। আপনাদের অফুরন্ত ভালোবাসা ও সমর্থনে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পেরে আমি গর্বিত। আগামীদিনেও যাতে আপনাদের পাশে থাকতে পারি সে জন্যে নৌকাপ্রতীকে ভোট দিয়ে পুনরায় আ.লীগ তথা মহাজোট সরকার গঠনে এগিয়ে আসুন। এ সময় এমপি টগরের সাথে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, খলিলুর রহমান ভুট্টো, আ.লীগ নেতা আবু জাফর, আব্দুল কাদের সর্দ্দার, বিল্লাল হোসেন, গোলাম রসুল, যুবলীগ নেতা আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, শহিদুল সর্দ্দার, ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি প্রমুখ। পরে এমপি টগর কুতুবপুর ও মুন্সিপুর গ্রামের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।