মহেশপুর প্রতিনিধি: গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরে মান্দারবাড়িয়া ইউনিয়নের কৃতি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউপির চেয়ারম্যান শফিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান, ইউপি সচিব শাহিনুর রহমান, শঙ্করহুদা বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান প্রমুখ।