ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারের ‘স’ মিলে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। এসময় ‘স’ মিলের কোনো লাইসেন্স না থাকার অপরাধে করাত কল বিধিমালা ২০১২ এর ৩, ১২ ধারা মোতাবেক ডিঙ্গেদহ মতিয়ার ‘স’ মিলকে ১০ হাজার টাকা, ইউছুপ ‘স’ মিলকে ১০ হাজার টাকা, জালাল ‘স’ মিলকে ১০ হাজার টাকা ও ভাই ভাই ‘স’ মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ১ মাসের মধ্যে মিলের লাইসেন্স না করলে ‘স’ মিলগুলো বন্ধ করে দেয়া হবে বলে মিল মালিকদের সতর্ক করে দেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল হক, চুয়াডাঙ্গা সদর থানার এসআই ফারুক হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কার্যালয়ের সিএ জিন্নাত হোসেন ও অফিস সহায়ক আবু রায়হান।