চুয়াডাঙ্গা জিও এনজিও সমন্বয় সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
স্টাফ রিপোর্টার: বাল্যবিয়ের ফলে জনসংখ্যা, নারী নির্যাতন, তালাক, বহুবিয়ে, নারী নির্যাতন ও নারীর আত্মহত্যার হার বৃদ্ধি পায়। এ জেলায় আত্মহত্যার স্বীকার প্রতি ১৫জন নারীর মধ্যে ১০জন বাল্যবিয়ের কারণে। এ জন্য চুয়াডাঙ্গা বাল্যবিয়ের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে চুয়াডাঙ্গায় প্রশাসনের পাশাপাশি কর্মরত এনজিওগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিজেরা না পারলে প্রশাসনকে জানাতে হবে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জিও এনজিওয়ের সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, তামাক চাষ মানব স্বাস্থ্য এর ঝুকি বাড়ায় এবং জমির উর্বরতা কমায়। এজন্য তামাক চাষের পরিবর্তে তুলার চাষে আগ্রহ বাড়ানোর জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মনিরুজ্জামান, জেলা মৎস অফিসার ড. মাহাবুবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল প্রমুখ।