বদরগঞ্জ প্রতিনিধি: চুুয়াডাঙ্গার ভুলটিয়া বাজারে একটি মুদির দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে মুদি দোকানের মালিক ভুলটিয়ার সফুর আলী দোকান খুলে দেখেন তার দোকানের ওপরের ছাউনির টিন খোলা। সফুর আলি জানায়, প্রতিদিনের মতো সে গত সোমবার রাত ১০টা পর্যন্ত দোকানে বেচাকেনার পর বন্ধ করে বাড়িতে চলে যায়। গতকাল মঙ্গলবার সকালে দোকানের সাটারের তালা খুলে দেখতে পায় দোকানের ওপরের ছাউনির টিন কেটে চোর প্রবেশ করে দোকানে রাখা ২৫শ’ ডারবি, ১০ প্যাকেট স্টার ও ৯ প্যাকেট গোল্ডলিফ সিগারেট চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় ১৬ হাজার টাকা। এবিষয়ে সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এএসআই জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি।