বাঁকায় কাদের হাসাদাহে রবি বিশ্বাস ও রায়পুরে তাহাজ্জত
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ এ ৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সর্বশেষ সোমবার রাতে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। এদিকে বাঁকা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাখাওয়াত হোসেন ফরজের কর্মীরা আব্দুল কাদের প্রধানের মনোনয়ন বাতিল করে ফরজকে প্রার্থী ঘোষণার দাবিতে সন্ধ্যায় মোটরসাইকেল মিছিল বের করে।
উপজেলার বাঁকা ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল কাদের প্রধান দলীয় মনোনয়ন পেয়েছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৭০ জন। হাসাদাহ ইউনিয়নে আওয়ামী লীগের রবিউল ইসলাম বিশ্বাস রবি মনোনয়ন পেয়েছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৪ হাজার ১১৫ জন ও রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান তাহাজ্জত হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৩ জন। মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দলীয় এ ৩ প্রার্থী ঢাকা থেকে সড়ক পথে হাসাদাহে এসে পৌঁছুলে তাদেরকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়। পরে তাদেরকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল উক্ত প্রার্থীদের দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন।