আলমডাঙ্গা ব্যুরো: তুচ্ছ কারণে আলমডাঙ্গা বাজারের স্টুডেন্ট ফ্যাশান ভাঙচুর ও মালিককে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুরের ইসমাইল হোসেন ওরফে ধ্যানের স্ত্রী গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা বাজারে অবস্থিত স্টুডেন্ট ফ্যাশানে গিয়ে একটি গেঞ্জি ফিটিং করে দিতে বলেন। গার্মেন্টস মালিক ৫০ টাকা মজুরী চাইলে তিনি কাজ না করিয়ে গেঞ্জি ফেরত নিয়ে বাড়ি চলে যান। পরবর্তীতে তার ছেলে সুরুজ বিকেল সাড়ে ৪টায় ওই গার্মেন্টসে গিয়ে চড়াও হয়। সে ক্ষিপ্ত হয়ে দোকান ভাঙচুর করে ও মালিক আশরাফুলকে মারধর করেন। এমনকি ক্যাশবাক্স ভেঙে ব্যবসার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।