চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ে শিশুকে জোরপূর্বক খাওয়াতে গিয়ে বিপত্তি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে রামিম নামে এক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে জোরপূর্বক সুজি খাওয়াতে গেলে এ বিপত্তি ঘটে। আহত শিশু রামিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে তার অবস্থায় গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ের রিপনের ১বছর বয়সী শিশু সন্তান রামিমকে তার মা গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জোরপূর্বক সুজি খাওয়াচ্ছিলেন। এসময় রামিম অতিরিক্ত কান্নাকাটি করায় তার গলায় সুজি আটকে যায়। প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু রামিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। গতরাতেই তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। শিশু রামিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।