জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ কাশিপুরের বাবু বিশ্বাস গ্রেফতার। গতকাল মঙ্গলবার পুলিশ বিদেশ ফেরত বাবুকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম, সাব-ইন্সপেক্টর কাজি শামসুল আলম ও সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় কেডিকে ইউনিয়নের কাশিপুরের মৃত আব্দুর রহিমের ছেলে দীর্ঘদিনের প্রবাস জীবন কাটিয়ে বাড়ি ফেরত বাবু বিশ্বাসকে ২২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।