মেহেরপুরে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিংয়ের উদ্বোধন

মেহেরপুর অফিস: বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার দাবিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ এই স্লোগানে মেহেরপুরে আলোচনাসভা, শোভাযাত্রা ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ডট কম’র আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই অনলাইন ভোটিং কার্যক্রম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের সরকারি মহিলা কলেজে এ ক্যাম্পইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন জাগোনিউজ২৪ডট কমের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল।
বিশেষ অতিথি মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য রক্ত দিয়েছে। যা পৃথিবীর ইতহাসে আর কোনো দেশ এমন ত্যাগ স্বীকার করেনি। তাই বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদার দাবি জানান। আমি ভোট দেবো তোমরাও আমার পাশাপাশি ভোট দেবে। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন বলেন, জাগো নিউজ২৪ডট কম’র এ আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। মাতৃভাষার জন্য প্রাণদান, আন্দোলন এমন গর্বিত ইতিহাস শুধু বাঙালিরই। ভাষাআন্দোলনের সফলতার পথ ধরেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। জাতিরপিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি লাল সবুজের বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মেহেরপুরের সাংবাদিকবৃন্দ।