মাথাভাঙ্গা মনিটর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সরাসরি অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হয়েছে। পূর্বের ২২ দলের কোটা বাড়িয়ে করা হয়েছে ২৬টি। একই সঙ্গে খেলা শুরুর সময়েও পরিবর্তন এনেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। একইভাবে ইউরোপা লিগের দল সংখ্যাও বাড়িয়ে দেয়া হয়েছে। নতুন নিয়মে ১৭টি ক্লাব সরাসরি ইউরোপা লিগের গ্রুপপর্বে অংশ নেবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবনমিত ১০টি ক্লাব প্লে-অফ রাউন্ড ও তৃতীয় কোয়ালিফাইং রাউন্ড থেকে টুর্নামেন্টে যুক্ত হবে। তবে টুর্নামেন্টের ফরম্যাটে কোনো পরিবর্তন আসবে না। আগামী মরসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অংশগ্রহণকারী দল সংখ্যায় পরিবর্তন আনা হবে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশন রাউন্ড শুরুর প্রাক্কালে প্রিলিমিনারি রাউন্ড শুরু হবে। সেখান থেকে চারটি দল মিনি নকআউট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। একটি দল ৩৩ দলের কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে।