আহাদ আলী মোল্লা
কর্তা যদি খেয়েই সাবাড় করেন
পকেট তবিল ভরেন
সবই নিজের করেন
কী আর বলুন থাকে?
সব চলে যায় ফাঁকে।
ব্যাংকে টাকা রাখলে জমা
সব হয়ে যায় চুরি
খাদক ভুরি ভুরি
কেউ করে না রক্ষা করার
একটু বাহাদুরি।
এসব টাকা কার পকেটে যায়
দেশবাসী টের পায়
তাই
চুরি নিয়ে ভেভিয়ে ভাই
আর কোনো লাভ নাই।
সূত্র: (সাত ব্যাংকে মূলধন ঘাটতি সাড়ে ৯ হাজার টাকা)।