মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন তাঁতি লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে তারিককে আহ্বায়ক ও শরিফুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে গাংনী থানা তাঁতি লীগের আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তাঁতি লীগের সভাপতি নূর ইসলাম সুবাদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট। প্রধান বক্তা ছিলেন সদর থানা তাঁতি লীগের সভাপতি সোহেল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী থানা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম, জেলা তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান, সদর থানা তাঁতি লীগের সহসভাপতি মুক্তি, শাহ আলম লিটন, মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড তাঁতি লীগের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।