ভালাইপুর প্রতিনিধি: এসএসসি পরীক্ষার্থী প্রেমিকার সাথে দেখা করতে এসে টাকা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছে চুয়াডাঙ্গা আলুকদিয়ার আকন্দবাড়ির শিপন নামের এক যুবক। গতকাল রোববার দুপুরে ভি.জে স্কুলের সামনে মিষ্টি মুখে এ ঘটনা ঘটে। সালিসে অভিযুক্ত যুবক শিপন টাকা চুরির কথা স্বীকার করে ৮ হাজার টাকা জরিমানা দিয়েছে। এসময় ইউপি সদস্য মামুন তাকে উত্তম-মাধ্যম দেয়।
দোকানের কর্মচারীরা অভিযোগ করে বলেন, চুয়াডাঙ্গা আলুকদিয়া আকন্দবাড়িয়া গ্রামের শাহাজান আলীর ছেলে শিপন। তার এসএসসি পরীক্ষার্থী প্রেমিকার সাথে ভি.জে স্কুলের সামনে প্রতিটি পরীক্ষার দিন দেখা করতে আসে। আর যায় পরীক্ষা শেষ করে। এ সুযোগে কয়েকদিনের মধ্যেই স্কুলের সামনে মিষ্টি মুখ নামক মিষ্টির দোকোনের কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক করে তোলে শিপন। অন্যদিনের মতো গতকাল রোববারও প্রেমিকার সাথে দেখা করতে আসে সে। বেলা ১২টার দিকে দোকানে বেচাকেনার চাপে কর্মচারীরা একটু ব্যস্ত হয়ে পড়ে। এ সুযোগে ক্যাশ খুলে ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। যা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে তাকে খুঁজে টাকা চুরির বিষয় জিজ্ঞেসা করলে ৪ হাজার টাকা চুরির কথা স্বীকার করে। পরে সালিসে ইউপি সদস্য মামুন ম-লের সহযোগিতায় উত্তম-মধ্যম শেষে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে শিপনকে তার পিতার হেফাজতে দেয়া হয়।
এসএসসি পরীক্ষার্থী প্রেমিকার সাথে দেখা করতে এসে ভি.জে স্কুলের সামনে মিষ্টি মুখ থেকে টাকা চুরি করে পালিয়ে গেলেও সিসি টিভি ফুটেজের সূত্র ধরে ৫ ঘণ্টার মাথায় চোর সনাক্ত হয়। আলুকদিয়ার আকন্দবাড়ির শিপন সিসি টিভির ফুটেজ দেখে অকপটে স্বীকার করলেও মিষ্টি মুখের দাবি করা ২০ হাজার টাকার কথা অস্বীকার করে। ৪ হাজার টাকা চুরির কথা স্বীকার করে সে। সালিসে ইউপি সদস্য মামুন মণ্ডলের সহযোগিতায় উত্তম-মধ্যম শেষে ৮ হাজার টাকা জরিমানা করে চোর শিপনকে ছেড়ে দেন বলে জানা গেছে।