আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান দারুস সালামের মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। গতকাল রোববার নাগদাহ ইউনিয়ন নেতাকর্মীদের সাথে নিয়ে দুপুরে নির্বাচন অফিসে উপস্থিত হন। তিনি আজম মাস্টার, আব্দুল কাদের ও বদর উদ্দিন মেম্বারের হাত দিয়ে মনোনয়ন ফরম রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছারের নিকট জমা দেন। এসময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন রেজা, রবিউল হুজুর, জিন্নাত মাস্টার, দুদ মল্লিক প্রমুখ। তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়যুক্ত করার জন্য সবাইকে একসাথে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।