স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নূরনগর কলোনীপাড়ার মনিরুজ্জামান বাবুকে ইয়াবাসহ আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তাকে বেলগাছি রেলগেট এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। অবশ্য জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাকে শত্রুতামূলকভাবে ফাঁসানো হয়েছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার আব্দুল মান্নানের ছেলে মনিরুজ্জামান বাবুকে বেলাগছি রেলগেট এলাকা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার মোটরসাকেলের সাথে টেপ দিয়ে জড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের দফতরে নেয়া হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই খালিদ জানান, মনিরুজ্জামান বাবুকে ইয়াবাসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের দফতরে নিয়ে জিজ্ঞেসাবাদ করা হয়। একই সাথে তার এলাকায় খোঁজ নেয়া হয়। এসময় এলাকাবাসী জানান, বাবু ভালো ছেলে তাকে শত্রুতামূলক ফাঁসানোর জন্য অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাকেলে ইয়াবা রেখেছিলো। এ কারণে তাকে তার ভগ্নিপতির জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।