মেহেরপুর অফিস: বিসিবি’র ব্যবস্থপনায় এব মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে।
গতকাল রোববার সকাল ৯টায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ১০ উইকেটে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ২২ ওভার ৫ বলে মাত্র ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিনারুল সর্বোচ্চ ২৮ রান করেন। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় দলের পক্ষে সেলিম ৫টি ও দায়ান ৪ টি উইকেট লাভ করেন। জবাবে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে মাত্র ৭ ওভারে ৯১ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে আশিক সর্বোচ্চ ৬৭ রান করেন। খেলায় দলের পক্ষে সেলিম ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।