বাজার গোপালপুুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামের তিন সন্তানের জননী কাজলী খাতুন (৪৫) ছেলের বিয়ের জন্য মেয়ে দেখে বাড়িতে ফেরার পথে ইজিবাইকের সাথে গলার ওড়না পেঁচিয়ে অকাল মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বাজার গোপালপুর-পাগলা কানাই সড়কের শৈলমারি সর্দ্দার পাড়ার নিকট এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কুঠিদুর্গাপুর গ্রামের খোকন লস্কারের স্ত্রী কাজলী খাতুন পরিবারের অন্য সদস্যের সাথে ইজিবাইকযোগে গত শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরে ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যান। বাড়ি ফেরার পথে সন্ধ্যায় কোনো এক সময় অসাবধানতাবশত গলার ওড়না ইজিবাইকের মোটরের সাথে পেঁচিয়ে যায়। পথে বাজার গোপালপুর-পাগলা কানাই সড়কের শৈলমারি সর্দ্দার পাড়ার নিকট পৌছানোর পরই বিষয়টি অন্যান্য যাত্রীরা বুঝতে পারেন। কাজলীকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।